১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

না’গঞ্জে এসডিজি স্থানীয়করণ বিষয়ে কর্মশালা

-

ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম বলেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনেক সৌভাগ্যবান। কারণ তারা গ্রাম আদালত পরিচালনা করতে পারেন। যদিও পক্ষপাত দুষ্টতার কারণে অনেকে স্থানে আমরা দেখতে পাই হয় চেয়ারম্যানরা গ্রাম আদালতে বসেন না নয়তো বিচারপ্রার্থীরা আসেন না।
গতকাল শনিবার দুপুরে এসডিজি স্থানীয়করণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনসংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম।
নারায়ণগঞ্জের যেসব কারখানা পরিবেশ দূষণ করছে তাদেরকে নিয়ে সভা করার বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার। প্রয়োজনে ওইসব পরিবেশ দূষণকারী কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। সভায় তিনি আরো বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে। সংশোধনের আবেদন যাতে বেশিদিন পেন্ডিং না থাকে। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা ইস্যুকে প্রায়োরিটি দিয়ে কার্যক্রম পরিচালনার জন্য তাগিদ দেন তিনি।

 


আরো সংবাদ



premium cement