বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতে ইসলামীর অর্থ বিতরণ
- বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
- ০১ জুন ২০২৪, ০০:০০
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে গতকাল সকালে নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।
এ সময়ে তিনি বলেন, ঘূর্ণিঝড়সহ সব বিপদ-মুছিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো বিপদই স্থায়ী থাকে না। আল্লাহ তায়ালার পরীক্ষা শেষ হলে বিপদ কেটে যায়। সাম্প্রতিককালের ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। এ কঠিন পরিস্থিতিতে মূলত প্রধান দায়িত্ব সরকারের ওপরেই বর্তায়। সরকারের উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। তিনি দেশের হৃদয়বান ও বিত্তবানদের বিপন্ন এ মানুষগুলোর সাহায্যে যার যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
এ সময় বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, বোরহানউদ্দিন উপজেলা আমির মাকসুদুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা