সাবেক এমপি মনজুর হোসেনের ইন্তেকাল
- বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
- ৩১ মে ২০২৪, ০০:০৫
ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল (৬৮) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের পানাইল গ্রামে ১৯৫৬ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন মনজুর হোসেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রূপালী ব্যাংকের দুবারের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
মনজুর হোসেনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা