১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিনার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড.আবুল কালাম আজাদ

-


বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন ড. মো: আবুল কালাম আজাদ। এত দিন তিনি বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল বুধবার ড. মো: আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত মহাপরিচালক করে কৃষি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি বিদায়ী মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। এর আগে গত ২৫ এপ্রিল ড. মির্জা মোফাজ্জল ইসলামকে অবসরোত্তর ছুটিতে পাঠায় সরকার।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কৃষি মন্ত্রণালয়ের অন্যতম সংস্থা। বাংলাদেশে নার্সভুক্ত (ঘঅজঝ) প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিনা অন্যতম।
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনার প্রধান কার্যালয় অবস্থিত।

 


আরো সংবাদ



premium cement