১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উপজেলা পরিষদে নির্বাচিত হলেন যারা

-

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গতকাল বুধবার অনুষ্ঠিত নির্বাচনে সারা দেশে যারা নির্বাচিত হয়েছেন তাদের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি ও সংবাদদাতা বগুড়া অফিস জানায়, বগুড়া সদরে জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বগুড়া সদর উপজেলার মোট ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে সব ক’টির ফলাফলে শুভাশীষ পোদ্দার লিটন পেয়েছেন ৩৫ হাজার ৭৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক পেয়েছেন ২৪ হাজার ১৮৫ ভোট । অপর প্রার্থী সুলতান মাহমুদ খান রনি পেয়েছেন ২১ হাজার ৫৩৬ ভোট।
শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৭২টি কেন্দ্রের মধ্যে ৪২টির ফলাফলে বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু পেয়েছেন ২৪ হাজার ৫৮৭ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম ভিপি সাজেদুর রহমান শাহীন পেয়েছেন ১৯ হাজার ৬৩২ ভোট। শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১১৪টি কেন্দ্রের মধ্যে ১১০টির ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা ৭৭ হাজার ১২১ ভোট পেয়ে বিজয়ের পথে। তার নিকটতম বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু পেয়েছেন ৫৫ হ্াজার ৪২৮ ভোট। তবে সরকারিভাবে পূর্ণাঙ্গ ফলাফল রাত সাড়ে ৮টা পর্যন্ত ঘোষণা করা হয়নি।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা জানান, ফেনীর সোনাগাজী উপজেলায় চেয়ারম্যান পদে জহির উদ্দিন মাহমুদ লিপটন এবং ভাইস চেয়ারম্যান পদে শাখাওয়াতুল হক বিটু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে দোয়াত কলম মার্কার প্রতীক নিয়ে জহির উদ্দিন মাহমুদ লিপটন ৮৬ হাজার একশত ৭১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান মানিক লাঙ্গল প্রতীক নিয়ে ৭২০ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে শাখাওয়াতুল হক বিটু ৮৩ হাজার ২৫৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ুব আলী হায়দার উড়োজাহাজ প্রতীক নিয়ে তিন হাজার ২০০ ভোট পেয়েছেন।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আবুজার রহমান ৪৮ হাজার ৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা দীপক চক্রবর্তী পান ২৭ হাজার ৯৪৬ ভোট। এ দিকে ভাইস চেয়ারম্যান পদে জ্যোতির্ময় রায় খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সান্ত্বনা চক্রবর্তী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
দিনাজপুর প্রতিনিধি জানান,

দিনাজপুর সদর উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৩৮ হাজার ৬৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার (মোটর সাইকেল)। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রীনা কুমারী রায় পারুল (তালা), প্রাপ্ত ভোট ৩৩ হাজার ১৩৭। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুলসুম বানু নার্গিস (কলস), তার প্রাপ্ত ভোট ৪৩ হাজার ৬৬৯।
গতকাল বুধবার সন্ধায় ষষ্ঠ দিনাজপুর সদর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ফলাফল ঘোষণা করা হলে এ তথ্য পাওয়া যায়। ১০০টি কেন্দ্রে সবগুলোর ঘোষিত ফলাফলে জানা যায়, চেয়ারম্যান পদে অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ (আনারস) ১২ হাজার ৫৭৫ ভোট ও সাবেক পৌর কাউন্সিলর ফয়সাল হাবিব সুমন (ঘোড়া) দুই হাজার ৪৪৭ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক ছাত্রলীগ নেতা আহসানুজ্জামান চঞ্চল (চশমা) ১৯ হাজার ১০৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদেও একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা (প্রজাপতি) ৮ হাজার ৬৯৫ ভোট পেয়েছেন। দিনাজপুর সদর উপজেলায় মোট ভোটার তিন লাখ ৯৮ হাজার ২০০। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৫ হাজার ৫১৯ জন। এর আগে উপজেলার মোট ১০০টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো গোলমাল বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে সকাল থেকেই ভোটার উপস্থিতি খুবই নগণ্য ছিল।
এ দিকে চিরিরবন্দর উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুনীল কুমার দাস (দোয়াত-কলম)।

 


আরো সংবাদ



premium cement
লজ্জার ধবলধোলাই বাংলাদেশ সিরিয়ার সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি ইসরাইলের ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা

সকল