১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাদালের বিদায়

-

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। তাকে সরাসরি ৩-০ সেটে হারান জার্মানির আলেকজান্ডার জেভেরেভ। ৬-৩, ৭-৬ ও ৬-৩ সেটে হেরে ফিরতে হচ্ছে স্প্যানিশ তারকাকে। ২২ বারের গ্র্যান্ডসøাম বিজয়ী নাদাল গত বছর খেলতে পারেননি ফ্রেঞ্চ ওপেনে। তার এই বিদায়ের ফলে সম্ভবত এই আসরে শেষ ম্যাচই খেলে ফেললেন। ফ্রেঞ্চ ওপেনে এই নিয়ে ১১৬ ম্যাচে চতুর্থ সিঙ্গেল ম্যাচে হারের তেতো স্বাদ নিতে হলো ৩৭ বছর বয়সী নাদালকে। এর আগে নোভাক জোকোভিকের কাছে দুইবার ২০১৫ ও ২০২১ সালে এবং রবিন সোডার্লিংয়ের কাছে ২০০৯ সালে হেরেছিলেন তিনি।


আরো সংবাদ



premium cement