ডেসটিনির রফিকুল আমীনের জামিন শুনানি ৬ মাস মুলতবি
- নিজস্ব প্রতিবেদক
- ২৮ মে ২০২৪, ০০:০০
ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে অর্থ পাচারের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের জামিন আবেদনের শুনানি ছয় মাসের জন্য মুলতবি করছেন আপিল বিভাগ। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রফিকুল আমীনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জরুল হক। দুদকের পক্ষে শুনানি সিনিয়র আইনজীবী মো: খুরশীদ আলম খান।
আইনজীবী মো: খুরশীদ আলম খান জানান, ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে অর্থ পাচারের মামলায় রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রফিকুল আমীন। সোমবার লিভ টু আপিলের শুনানি নিয়ে আপিল বিভাগ তার জামিন শুনানি ছয় মাসের জন্য মুলতবি করেছেন। ছয় মাস পর আবার জামিন আবেদনটি শুনানির জন্য কার্যথতালিকায় আসবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা