ডেমরায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
- নিজস্ব প্রতিবেদক
- ২৮ মে ২০২৪, ০০:০০
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে উন্মেষ সরকার (৬৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। পুলিশ বলছে, উন্মেষের হত্যাকারী তার মাদকাসক্ত ছেলে।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উন্মেষকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উন্মেষ সপরিবারে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকতেন। তার বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। নাতি অঙ্গন মিত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বলেন, তিনি শুনেছেন, উন্মেষের বুকে ছুরিকাঘাত করছেন তার ছেলে বিষ্ণু সরকার।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, তারা জানতে পেরেছেন, বিষ্ণু মাদকাসক্ত। সে মাদকের টাকা না পেয়ে তার বাবাকে হত্যা করেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা