১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

স্কুলছাত্রসহ নিহত ৩

-

কিশোরগঞ্জে মাইক্রোবাস চাপায় এক স্কুলছাত্র, দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে এক হেলপার ও বরিশালে প্রাইভেট কারের ধাক্কায় এক ভ্যানগাড়ির যাত্রী নিহত হয়েছেন।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস চাপায় মোস্তাকিম (১৫) নামের একজন স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম চণ্ডিপাশা গ্রামের রফিক মিয়ার ছেলে এবং কোদালিয়া এস আই উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত স্কুলছাত্রের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের পার্বতীপুরে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকে ধাক্কা দেয়ার ঘটনায় হেলপার নুর আমিন (২৮) নিহত হয়েছেন। গত শনিবার রাতে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আমিন বগুড়া সদর উপজেলার বানদীঘি পূর্বপাড়া গ্রামের আব্দুল গফফারের ছেলে। পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজ মো: রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নেয়া হবে।
বরিশাল ব্যুরো জানায়, বরিশালের উজিরপুর উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানগাড়ির যাত্রী যোহন ব্যাপারী (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানগাড়ির চালকসহ আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলার নতুন শিকারপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সময় স্থানীয়দের সহায়তা প্রাইভেট কারের চালক শরিফ মিয়াকে আটক করেছে থানা পুলিশ। চাকা ফেটে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে আটকের আগে জানিয়েছে প্রাইভেট কারের চালক শরিফ। এ ঘটনায় নিহতের ছেলে বিলিয়াম ব্যাপারী উজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement