১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলার প্রশিক্ষণ কর্মশালা

-

শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলার উদ্যোগে হজযাত্রীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের হলরুমে গতকাল প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলা অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান এ টি এম রশিদ উদ্দীন (শাহীন)। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) সংসদ সদস্য আবদুচ ছালাম। উদ্বোধনী বক্তব্য রাখেন গারাংগিয়া ইসলামিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আজিম। এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ কারি মুহাম্মদ আবদুল মাবুদ খলিফায়ে দরবারে আলিয়া গারাংগিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। আলোচনা করেনÑ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাওলানা বি এম মফিজুর রহমান আযহারী, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মাওলানা মুফতি আহমদুর রহমান নদভী, মাওলানা মহিউদ্দীন। মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশন উপ কর কর্মকর্তা এস এম এ আজম খান। ওহিদ সিরাজ চৌধুরী স্বপন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক আমিন, সাধারণ সম্পাদক আহমদ হোসেন, আব্দুল মন্নান ও হজ কাফেলার পরিচালকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement