১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শোষকদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে : খেলাফত মজলিস

-

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মো: মুনতাসির আলী বলেন বিনা ভোটে ক্ষমতা গ্রহণকারী শোষকদের হাত থেকে দেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। জনগণের অধিকার বলতে আর কিছুই বাকি নেই। বাংলাদেশ ব্যাংককে তারা কুক্ষিগত করে ফেলেছে।
এ অবস্থা থেকে দেশবাসীকে রক্ষা করতে খেলাফত মজলিস জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে।
খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত তারবিয়াতি মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক প্রফেসর ড. রিফাত হোসাইন মালিক ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।
মহানগর সেক্রেটারি মাওলানা মো: আজিজুল হক ও সহ সাধারণ সম্পাদক মো: এনামুল হক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ডাক্তার আসাদুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement