১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইশরাত ওয়ারিশ ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে প্রথম বাংলাদেশী পরিচালক

-

আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট (বিএটি) ইশরাত ওয়ারিসকে সংস্থার প্রথম বাংলাদেশী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।
গতকাল ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইশরাতকে নির্দেশনা ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের বাংলাদেশ উপদেষ্টা পরিষদ। এর নেতৃত্বে আছেন বেক্সিমকো গ্রুপের সিইও শায়ান এফ রহমান। উপদেষ্টামণ্ডলীতে আরো আছেন- ফারুক সোবহান, রুনা খান ও এলথেম কবির।
বাংলাদেশের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বাংলাদেশে প্রথম পরিচালক হিসেবে ইশরাতকে নিয়োগ দিতে পেরে আনন্দিত। ‘ইশরাত তার অভিজ্ঞতার ভাণ্ডার দিয়ে বাংলাদেশে আমাদের কর্মসূচির উল্লেখযোগ্য প্রবৃদ্ধির চালিকাশক্তিতে মুখ্য ভূমিকা পালন করবেন।’
ইশরাত ওয়ারিস বলেছেন, ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে যোগদান এবং বাংলাদেশে এর প্রচেষ্টার নেতৃত্ব দিতে পেরে তিনি সন্তুষ্ট।
‘দীর্ঘস্থায়ী সামাজিক এবং পরিবেশগত প্রভাবের জন্য উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে আমাদের দল এবং উপদেষ্টা পরিষদের সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত।’


আরো সংবাদ



premium cement