১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কিশোরের পায়ুপথে ব্রাশ ঢুকিয়ে নির্যাতন : জড়িতরা চার দিনেও শনাক্ত হয়নি

-

ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের আহমেদ শপিং সেন্টারে তানভির আহমেদ নয়ন (১৫) নামে এক কিশোরকে বাথরুমে নিয়ে পায়ুপথে টয়লেট পরিষ্কারের ব্রাশ ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় চার দিনেও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ভিকটিমের পরিবারে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম জানান, তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন নয়নের শারীরিক অবস্থার খোঁজখবর প্রতিনিয়ত নিচ্ছেন। তাকে দেখতে ইতোমধ্যে থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলেও এখনো কাউকে শনাক্ত করা যায়নি। তবে নয়ন সুস্থ হয়ে ফিরলে তার বক্তব্য অনুযায়ী আসামি শনাক্ত করা হবে।

এ দিকে নয়নের ভাই আবদুর রহমান জানান, নয়নকে ইতোমধ্যে কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। এরপর রিপোর্ট পেলে শারীরিক অবস্থা বোঝা যাবে।
তিনি জানান, শনিবার দোকান থেকে জোহরের নামাজ পড়তে বের হয় নয়ন। নামাজ শেষে ফেরার পথে তাকে আহমেদ শপিং সেন্টারের তৃতীয় তলায় নিয়ে হাত-পা বেঁধে যৌন নির্যাতন করে। একপর্যায়ে ওই দুই বখাটে বাথরুম পরিষ্কারের কাজে ব্যবহৃত ব্রাশটি জোর করে পায়ুপথে ঢুকিয়ে দেয়। ওই ব্রাশটি ভেঙে একটি অংশ পায়ুপথে থেকে যায়। এতে ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে বখাটেরা পালিয়ে যায়। দীর্ঘ ২ ঘণ্টা ওই বাথরুমে পড়ে থেকে নানা চেষ্টার পর হাতের বাঁধনটি খুলে নয়ন তার দোকানিকে কল দেয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার পায়ুপথ থেকে ব্রাশের ভেঙে যাওয়া অংশ বের করা হয়।


আরো সংবাদ



premium cement