শোক সংবাদ : মনিরুল ইসলাম
- ২৩ মে ২০২৪, ০০:০০
মুরাদনগর উপজেলার পান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে মনিরুল ইসলামের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা মরহুমকে পান্তি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মনিরুল ইসলাম বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন মুরাদনগরের বাবুটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি। ২০১৪ সালের নির্বাচনের আগে এলাকায় সবার কাছে প্রিয় এই শিক্ষককে দীর্ঘ দিন কারাবরণও করতে হয়।
মনিরুল ইসলামের মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান মুরাদনগরের সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। মুরাদনগর উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও মনিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা