মুগদায় গৃহবধূর আত্মহত্যা
- নিজস্ব প্রতিবেদক
- ২১ মে ২০২৪, ০০:৪১
রাজধানীর মুগদার মানিকনগর বালুর মাঠ এলাকায় নিজ বাসায় পলি আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারীর এক বছর বয়সী শিশুসন্তান ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল।
গতকাল সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
মুগদা থানার এসআই আঙ্গুরা আক্তার সীমা বলেন, আমরা খবর পেয়ে সকালের দিকে ওই বাসায় গিয়ে শোবার ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, স্বজনদের মুখে জানতে পেরেছি, ওই গৃহবধূর স্বামী পেশায় রিকশাচালক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা