জামালগঞ্জে আগুনে ১৯টি বসতঘর পুড়ে ছাই
- জামালগঞ্জ প্রতিনিধি
- ২০ মে ২০২৪, ০০:০০
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নিভৃত পল্লী আছানপুর গ্রামে আগুনে পুড়েছে ১৯টি বসতঘর। শনিবার (১৮ মে) বিকেলে আছানপুর গ্রামের হুমায়ুন কবিরের বাড়ি চুলা থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ ঘটনায় সাথে সাথে আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতির পরিমাণ কোটি টাকা হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।
তারা জানান, হূমায়ুন কবির নামে একজনের রান্নাঘরে প্রথমে আগুন লাগে। তা দেখে আহসানপুরসহ পাশের গ্রাম মাহমুদপুর, হরিনাকান্দি, হরিপুর গ্রাম থেকে লোকজন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন গ্রামবাসীর সাথে যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত না হলে স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, ধানসহ প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর ও ওসি দিলীপকুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- আমিরুল ইসলামের ছেলে বাবিল, আব্দুল হাসিমের ছেলে কবির মিয়া, জহুর আলম, আব্দুল হান্নানের ছেলে আল আমিন, আব্দুল কাদিরের ছেলে মাসুক মিয়া, সেজুল মিয়া, সাচ্চু মিয়া, আবুল কালামের ছেলে ইসপা, আব্দুল মল্লিকের ছেলে বাচ্চু মিয়া, আব্দুল গফুরের ছেলে মতি মিয়া, আব্দুল মল্লিকের ছেলে মনির মিয়া, মকরম আলীর ছেলে আবুল কাহার, ইমান আলীর ছেলে ইউনুছ আলী, আব্দুর বর ছেলে সুলতান মিয়া, মাসুক মিয়ার ছেলে সোয়েব আলম, আব্দুল করিমের ছেলে হুমায়ুন, সদরুল আমিন সদরুল আমিন, আকবর আলীর ছেলে আলী হায়দার ও আলম মিয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা