আন্দোলন করার শক্তি বিএনপির নেই : ড. আব্দুর রাজ্জাক
- মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ১৯ মে ২০২৪, ০০:০০
বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণের সাথে তাদের সম্পর্ক নেই। তাদের পায়ের নিচে কোনো মাটি নেই, আন্দোলন করার মতো শক্তি এখন আর তাদের নেই। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো: ইয়াকুব আলীর গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: আবু সাইদ তালুকদার দুলাল, সহসভাপতি আলহাজ মো: কাজী মোতালেব, সহসভাপতি আলহাজ আক্তার হোসেন খান, যুগ্ম সম্পাদক মো: সাদিকুল ইসলাম সাদিক প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা