১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সুনামগঞ্জে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন

আমরা দেশের মানুষদের জন্য কাজ করতে পেরে গর্বিত

-

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর অতীতের চেয়ে বর্তমানে পুলিশের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি আন্তরিকভাবে কাজ করছেন। পুলিশ বাহিনীর সদস্যদের দেশ-বিদেশে ট্রেনিং দিয়ে ডিজিটাল বাংলাদেশের যুগোপযোগী করে গড়ে তুলেছেন। সন্ত্রাসবাদ কাজ নির্মূলে পুলিশ সাফল্যজনকভাবে করছে। এরই মধ্যে দেশে সব ধরনের সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের সব মেধা-শ্রম মানুষের কল্যাণে ব্যয় হবে। আমরা দেশের মানুষদের জন্য কাজ করতে পেরে গর্বিত।
শুক্রবার পুলিশ প্রধান সরকারি সফরে সুনামগঞ্জ জেলা সার্কিট হাউজে এসে পৌঁছলে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী এবং পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সার্কিট হাউজ প্রাঙ্গণে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল পুলিশ প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। পরে পুলিশ প্রধান সুনামগঞ্জ সদর থানাধীন ইকবাল নগর এলাকায় পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে আধুনিক মানের একটি প্যাথলজি ল্যাব স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে পুলিশ সদস্যরা স্বল্পমূল্যে প্রাথমিক পর্যায়ে ৫৮টি গুরুত্বপূর্ণ প্যাথলজিক্যাল টেস্ট করাতে পারবেন। পুলিশ প্রধান এই প্যাথলজি ল্যাব এবং শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও অ্যাপাটর্মেন্টের শুভ উদ্বোধন করেন।


আরো সংবাদ



premium cement