প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ
গাজীপুর বারের সাবেক সভাপতি, সম্পাদক কোষাধ্যক্ষের বিরুদ্ধে মামলা- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ১৭ মে ২০২৪, ০০:০৫
ক্ষমতার অপব্যবহার ও প্রতারণামূলকভাবে গাজীপুর জেলা আইনজীবী সমিতির অর্থ আত্মসাতের অভিযোগে সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নামে জিএমপি সদর থানায় মামলা দায়ের হয়েছে। থানার ওসি সৈয়দ রাফিউল করীম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মামলার বাদি জেলা আইনজীবী সমিতির কম্পিউটার অপারেটর সোহাগ রানা খানের পক্ষে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আরজি পেশ করেন সমিতির অ্যাডহক কমিটির সদস্যসচিব মো: সুলতান উদ্দিন। সিএমএম আদালত অভিযোগটি এফআইআরভুক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠানোর জন্য জিএমপি সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
সদর থানার ওসি সৈয়দ রাফিউল করীম গতকাল বৃহস্পতিবার নয়া দিগন্তকে জানান, আদালতের নির্দেশ মোতাবেক মামলা রেকর্ড করে বৃহস্পতিবারই আদালতে পাঠানো হয়েছে এবং এরইমধ্যে মামলার তদন্ত কার্যক্রমও শুরু হয়েছে। মামলার এফআইআরভুক্ত প্রধান তিন আসামি হলেন, গাজীপুর বারের সাবেক (২০২৩-২০২৪) সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার ও সাবেক কোষাধ্যক্ষ মো: মিজানুর রহমান।
জানা যায়, বিগত ০৫-০৩-২০২৩ থেকে ০৫-০৩-২০২৪ইং তারিখ পর্যন্ত আসামিদের কার্যকালীন সময়ে সমিতির সাধারণ তহবিল থেকে মোট ৪ কোটি ১৪ লাখ ৬১ হাজার ২৯৬ টাকা, বিল্ডিং ফান্ড হতে ১০ লাখ ২২ হাজার ৮৯৪ টাকা, বেনাভোলেন্ট ফান্ড হতে দুই কোটি ১১ লাখ ৭০ হাজার ৮৩৯ টাকা এবং প্রভিডেন্ট ফান্ড হতে ৩৬ লাখ ৩৯ হাজার ৯৭৮ টাকা অর্থাৎ সমিতির পৃথক চারটি তহবিল থেকে সর্বমোট ছয় কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৭ টাকা উত্তোলন করা হয়। অস্বাভাবিক এ লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে গঠিত অ্যাডহক কমিটি আত্মসাতের প্রমাণ পায়। এরপর তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। কিন্তু তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় এবং আত্মসাৎকৃত টাকা ফেরত দিতে অস্বীকার করায় ওই তিন কর্মকর্তাকে সমিতির সদস্য পদ হতে অস্থায়ীভাবে বরখাস্ত করা হয়। এ ছাড়াও মামলার আরজিতে তাদের সহযোগী হিসেবে একই পরিষদের সাবেক লাইব্রেরি সম্পাদক মো: রওশন আলী ও সাবেক মহিলা সম্পাদক কল্পনা আক্তারের নামও উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাক্রমে সমিতির লাইব্রেরির আইন বই ক্রয়ের জন্য চার লাখ ও মহিলা কমনরুমের উন্নয়নমূলক কাজের জন্য দুই লাখ সর্বমোট ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা