১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বালক দ্বৈতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

-

এশিয়ান অনূর্ধ্ব-১৪ বালক টেনিসের বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে গতকাল অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের মুশফিকুর রহমান আপন ও কাব্য গায়েন জুটি ৬-৪, ৩-৬ ও ১০-৪ সেটে স্বদেশী আকাশ হোসেন ও রাজীব হোসেন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এদিকে বালক এককে কাব্য গায়েন সেমিফাইনালে ৭-৫, ৬-৩ সেটে আকাশ হোসেনকে পরাজিত করে ফাইনালে উঠেছে। আজ ফাইনালে তার প্রতিপক্ষ হংকংয়ের নিম ওয়াং। কাল অবশ্য বালিকা এককের ফাইনালে বাংলাদেশের সুমাইয়া আক্তার ভারতের নভি রেড্ডি ভুন্দিয়ালার কাছে হেরে রানার্সআপ হন।


আরো সংবাদ



premium cement