১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

বিভিন্নস্থানে ৩ জন নিহত

-

দেশের বিভিন্নস্থানে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছে। পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংযোগ সড়কের আনোয়ারা একটি মাইক্রোবাস ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত সিএনজি অটো রিকশার যাত্রীর নাম মোহাম্মদ শরীফ খান (৭৫)।
১৪ মে সকালে টানেল সংযোগ সড়কের আনোয়ার প্রান্তে সিএনজি অটো রিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে সিএনজি অটো রিকশা চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। পরে তাদের আনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে অবস্থার অবনতি হলে শরিফ খানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক সোহেল আহমেদ গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি আটক করেছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় সাগর বর্মন (২০) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আনন্দ কুমার নামে একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার সারতা মোল্লাপাড়ায়। নিহত সাগর বর্মন উপজেলার শ্রীপুুকুর গ্রামের সুকুমার বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে সারতা মোল্লাপাড়া গ্রামের রাস্তায় মোটরসাইকেল চালিয়ে আসছিলেন সাগর। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনন্দকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: রুহুল আমিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকালে খুলনা-ঢাকা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আম ব্যবসায়ী সোহেল হাওলাদার (৪০) বাগেরহাটের মোরেলগঞ্জের কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, বুধবার সকালে টাউন নওয়াপাড়া এলাকায় রাস্তায় আমভর্তি একটি পিকআপ ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে পিকআপ ভ্যানের পেছনে থাকা আম ব্যবসায়ী সোহেল হাওলাদার গুরুতর হন। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement