হাফেজ আব্দুল মাবুদ অ্যান্টি টেররিজম ইউনিটের হাতে আটক
- হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৬ মে ২০২৪, ০০:০০
হাফেজ আব্দুল মাবুদের সন্ধান পেয়েছে তার পরিবার। তবে তিনি পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের হাতে আটক রয়েছেন।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে তাকে আটক করা হয়েছে। এর সাথে আটক আছে মোহাম্মদ লুকমান (৫৭) নামের আরো একজন।
অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া বিভাগ জানায়, মো: আবদুল মাবুদ (৩৯)কে হাটহাজারীর মেখল থেকে এবং মোহাম্মদ লুকমান (৫৭)কে চট্টগ্রাম মহানগরীর হিলভিউ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উগ্রবাদী বই, চারটি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপির হাটহাজারী থানায় মামলা করা হয়েছে।
তবে গ্রেফতার দু’জনের বিষয়ে হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস বলেন, হাফেজ আব্দুল মাবুদ হেফাজতে ইসলামের হাটহাজারী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক এবং মাওলানা লোকমান নদবী চট্টগ্রাম দক্ষিণ জেলা হেফাজতের একজন নেতা। তিনি হাটহাজারী মেখল মাদরাসার সাবেক শিক্ষক মরহুম আল্লামা গোলাম কাদের হুজুরের সন্তান। তিনি আরো বলেন, আমার জানা মতে তারা দু’জনই হানাফি মাজহাবের অনুসারী। হানাফি মাজহাবের অনুসারী কেউ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হতে পারে না। এটা তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বলে তিনি মন্তব্য করেন।