১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

-

নড়াইলে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় একটি স্কুলের প্রধান শিক্ষক ও বাগেরহাটে একজন ট্রাকচালক নিহত হয়েছেন।
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক। নিহত রোইচ কাজী (২৩) রাজবাড়ী সদর উপজেলার বড় ভবানীপুর গ্রামের কালাম কাজীর ছেলে। আহত ট্রাকচালক মোহাম্মদ আজিজ রাজবাড়ীর মহারাজপুর গ্রামের আরশাদ আলী খানের ছেলে। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, রোববার সকালে খুলনাগামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক মূলঘর এলাকায় এসে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলে নিহত হন।
নড়াইল প্রতিনিধি ও লোহাগড়া সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশায় সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আবু দাউদ চুন্নু মোল্যা (৫২) নিহত হয়েছেন। তিনি রাজুপুর কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। গত শনিবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চুন্নু লোহাগড়ার আমাদা গ্রামের হাফিজার রহমান মোল্যার ছেলে। তিনি গোপীনাথপুর এলাকায় বসবাস করতেন। গত ৯ মে সকালে বাইসাইকেলে চুন্নু মোল্যা লক্ষ্মীপাশা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে ওই এলাকার মুছা বিশ্বাস দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঢাকায় তিনি লাইভ সাপোর্টে থাকার পর শনিবার রাতে মারা যান।

 


আরো সংবাদ



premium cement