ভোটের অধিকার কেড়ে নিয়ে আ’লীগ জনগণকে নাগরিক হিসেবে বাতিল করেছে : জোনায়েদ সাকি
- রংপুর অফিস
- ১১ মে ২০২৪, ০০:৪৪
আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের জনগণকে নাগরিক হিসেবে বাতিল করেছে। তারা সম্পূর্ণ রাষ্ট্র শক্তি এবং রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নিজেদের পকেটে ঢুকিয়ে বিদেশীদের গোলামি করে নিজেদের গদি রক্ষা করছে। এ অপরাধে বাংলাদেশের জনগণের আদালতে তাদের বিচার হবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের আহ্বায়ক জোনায়েদ সাকি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুরের একটি কমিউনিটি সেন্টারে বিভাগীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে এসে তিনি এ কথা বলেন। গণতন্ত্র মঞ্চের রংপুরের সমন্বয়ক মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে প্রতিনিধি সমাবেশে আট জেলার নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন জেএসডির সাধারণ সম্পাদক শহিদি উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এ্যডভোকেট হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস প্রমুখ।
জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে একটা সরকার ক্ষমতায় আছে জনগণের ভোট ছাড়াই। এটাই এ সরকারের সবচেয়ে বড় অপরাধ। জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়ার অর্থ হচ্ছে তার নাগরিক অধিকারের প্রথম যে ধাপ সেটাই কেড়ে নেয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা