জাপানি ২ মেয়ের জিম্মা নিয়ে আপিল বিভাগে শুনানি ১১ জুলাই
- নিজস্ব প্রতিবেদক
- ১০ মে ২০২৪, ০০:০০
জাপান থেকে আসা দুই মেয়ের জিম্মা নিয়ে আপিল বিভাগে শুনানি ১১ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। একই দিন বড় মেয়েকে নিয়ে জাপানে চলে যাওয়ায় মা ডা: এরিকো নাকানোর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি হবে। ওইদিন উপস্থিত থাকতে হবে এরিকো নাকানো ও ইমরান শরীফকে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে এরিকোর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী শিশির মনির। ইমরান শরীফের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। সাথে ছিলেন ব্যারিস্টার রেশাদ ইমাম। এর আগে বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ত্যাগ করেন জাপানি মা ডা: এরিকো। এতে আদালত অবমাননা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশি বাবা ইমরান শরীফ। তার এ আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ এপ্রিল আপিল বিভাগের চেম্বার জজ আদালত বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ঠিক করেন।