এ জে মোহাম্মদ আলীর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- ০৮ মে ২০২৪, ০০:০০
সাবেক অ্যাটর্নি জেনারেল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র আইনজীবী মরহুম এ জে মোহাম্মদ আলীর রূহের মাগফিরাত কমনা করে ধানমন্ডি তাকওয়া মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর মরহুম এ জে মোহাম্মদ আলী পরিবারের উদ্যোগে ধানমন্ডি তাকওয়া মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্রজীবনের অনেক বন্ধু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। এ ছাড়া দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল,
সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ল’ ইয়ার্স কাউন্সিল নেতা ইউসুফ আলীসহ মরহুমের সহস্রাধিক ভক্ত-অনুরাগী তারা দোয়া মাহফিলে অংশ নিয়ে তার রূহের মাগফেরাত কামনা করেন এবং বিশেষ দোয়া করেন। গত ২ মে বাংলাদেশ সময় বেলা দুইটা ২০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এ জে মোহাম্মদ আলী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা