১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কবি মহসিন হোসাইনের মৃত্যুতে ডিইউজের শোক

-

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য কবি মহসিন হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।
গতকাল সোমবার এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে তারা বলেন, মহসিন হোসাইন সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যাঙ্গনে নিজের একটি উজ্জ্বল অবস্থান তৈরি করতে পেরেছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকতা ও সাতিহত্যাঙ্গনে এক শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।
উল্লেখ, গত রোববার সকালে নিজ বাসভবনে অসুস্থতা অনুভব করলে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার বাদ জোহর মরহুমের লাশ নড়াইল জেলার কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি জাতীয় প্রেস ক্লাব, বাংলা একাডেমি ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement