১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাবি অধ্যাপক রওশন আরা চৌধুরীর মৃত্যুতে ভিসির শোক

-

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক রওশন আরা চৌধুরীর মৃত্যুতে ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোকবাণীতে ভিসি বলেন, অধ্যাপক রওশন আরা চৌধুরী ছিলেন একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। তিনি ইনস্টিটিউটের শিক্ষক ও গবেষক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন খুবই জনপ্রিয়। অত্যন্ত সজ্জন, অমায়িক, নম্র এবং ভদ্র স্বভাবের অধিকারী ছিলেন তিনি। শিক্ষার প্রসার ও গবেষণায় অসাধারণ অবদান রাখার জন্য অধ্যাপক রওশন আরা চৌধুরী স্মরণীয় হয়ে থাকবেন বলে ভিসি উল্লেখ করেন।
ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক রওশন আরা চৌধুরী গত রোববার রাজধানীর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement