রাজবাড়ীর যুবকের মালয়েশিয়ায় মৃত্যু
- গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
- ০৬ মে ২০২৪, ০০:০৫
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আজহার মন্ডলের বড় ছেলে মো: শফি মন্ডল ( ৪২) নামে মালয়েশিয়া প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ৭ নং ওয়ার্ডের তমেজ উদ্দিন মৃধাপাড়ার আজহার মন্ডলের বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ এপ্রিল) মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে দোকানের খাবার কিনতে গিয়ে হঠাৎ স্ট্রোকে রাস্তায় মাঝে পড়ে মারা যান। প্রায় এক সপ্তাহ পর শনিবার (৪ এপ্রিল) ভোর ৫টার দিকে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এরপর সকাল ৯টায় নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এ বিষয়ে তার ছোট ভাই মালয়েশিয়া প্রবাসী জালাল মন্ডল মুঠোফোনে জানান, বড় ভাই আট মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় আসেন। এখানে এসে তিনি পেনাং শহরে একটি গার্ডেনে কাজ করতেন। সেখান থেকে তিনি খাবার কিনতে গিয়ে স্ট্রোকজনিত কারণে রাস্তার মাঝে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা