১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শোক সংবাদ

-

ফজিলত খান
ঢাকার ধামরাই পৌরসভায় ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক আলহাজ মোহাম্মদ ফজিলত খান শনিবার ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে ধামরাই পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা, ধামরাই থানার বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র সভাপতি আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। শনিবার বাদ জোহর নামাজের শেষে ধামরাই ঈদগা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ধামরাই পৌরসভা কুমড়াইল কবরস্থানে তাকে দাফন করা হয়। ধামরাই (ঢাকা) সংবাদদাতা ।

আ ন ম ইকবাল সোহাইন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ন ম ইকবাল হোসাইন গত শুক্রবার গভীর রাতে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করীম এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, প্রফেসর ড. আ ন ম ইকবাল হোসাইন ব্যক্তিজীবনে একজন সদালাপী, পরোপকারী ও দূরদৃষ্টিসম্পন্ন মানুষ ছিলেন। তিনি একজন খ্যাতিমান ইসলামী পণ্ডিত, যিনি সারা জীবন ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
নেতৃদ্বয় তার রূহের মাগফিরাত কামনা ও তার পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।


মোছা: ছোলেমুন নেছা
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর পৌরসভার সাবেক সভাপতি মো: মোবারক হোসেন শ্যামলের মা মোছা: ছোলেমুন নেছা (৯০) শনিবার বার্ধক্যজনিত কারণে বেড়াইদেরচালা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অগণিত আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ছোলেমুন নেছার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা আমির মাওলানা নূরুল ইসলাম ও শ্রীপুর পৌর আমির মাওলানা মো: জাহাঙ্গীর কবির যৌথ শোকবাণী দিয়েছেন। শোকবাণীতে মরহুমার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা।


আরো সংবাদ



premium cement
অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা

সকল