গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত
- ০৫ মে ২০২৪, ০০:১৫
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের খাস কমিটির এক সভা গতকাল জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁওয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। সভায় পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসাকেন্দ্রিক দায়েরকৃত মিথ্যা মামলায় কোর্টে হাজিরা দিতে আসা দশজন নিরীহ মুসলমানকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, গত বছর পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা বন্ধ করার দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী নবীপ্রেমিক জনতার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট একাধিক মামলা দায়ের করে হয়রানি করা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে। গত ২৭ এপ্রিল এক মামলার হাজিরা দিতে যাওয়া ১০ জনকে আদালত থেকে গ্রেফতার করা হয়েছে। আরো অনেকের নামে এসব মিথ্যা মামলায় ওয়ারেন্ট জারি করা হয়েছে। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে সভায় উপস্থিত নেতৃবৃন্দ সরকারের কাছে জোর দাবি জানান।
এ সময় পঞ্চগড়ের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে এবং গ্রেফতার হওয়া নবীপ্রেমিক জনতাদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরো আছেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ ও অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা