১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফেনীতে চাঁদা না পেয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪

-

ফেনীতে চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে অপহরণ করে আড়াই লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনার মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি স্ট্যাম্প জব্দ করা হয়। গতকাল (শনিবার) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে জেল সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের উত্তর ধলিয়া গ্রামের আহম্মদ আলী ভূঁইয়া বাড়ির অহিদুর রহমানের ছেলে ক্ষতিগ্রস্ত ওবায়দুল হক (৬০) এর দায়েরকৃত একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- একই উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী গ্রামের আবুল বাশারের ছেলে ওসমান গনি (৩০), আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ হানিফ (৩০), ইসমাইল হোসেনের ছেলে মো: সাইমুন (২০), আব্দুস সোবহানের ছেলে সিএনজি অটোরিকশা চালক মো: খুরশিদ(২৮)। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ ও এ মামলার বাদির কাছ থেকে জোরপূর্বক নেয়া ১০০ টাকা মূল্যের ৬টি স্ট্যাম্পও জব্দ করা হয়।
ফেনী মডেল থানার এসআই রবিউল হক জানান, শুক্রবার রাতে ক্ষতিগ্রস্ত ওবায়দুল হক নিজে বাদি হয়ে এ ঘটনায় জড়িতদের মধ্যে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর পর গভীর রাতে তাৎক্ষণিক ফেনী সদর উপজেলার বালুয়া চৌমুহনী গ্রামে অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামিসহ এজাহার নামীয় ৪ জনকে গ্রেফতার ও সিএনজি অটোরিকশাটি জব্দ ও স্ট্যাম্পগুলো উদ্ধার করা হয়।


আরো সংবাদ



premium cement