তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন
- তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
- ০৫ মে ২০২৪, ০০:০০
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রথমবারের মতো নানান কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’/২৪ পালিত হয়েছে। গত শুক্রবার সকালে জার্নালিস্ট ক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করে তেঁতুলিয়ার সক্রিয় সাংবাদিকবৃন্দ। ‘ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম-পরিবেশগত সঙ্কট মোকাবেলায় সাংবাদিকতা’ প্রতিপাদ্যে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ প্রেস ক্লাব তেঁতুলিয়া শাখার সভাপতি ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু তাহের আনসারীর সভাপতিত্বে উপস্থিতিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ প্রেস ক্লাবের তেঁতুলিয়ার শাখার সাধারণ সম্পাদক এম এ বাসেত, ভোরের কাগজের জাবেদুর রহমান জাবেদ, যমুনা টিভির রনি মিয়াজী, নওরোজের হাফিজুর রহমান হাবিব, ভোরের পাতার খাদেমুল ইসলাম, এস টিভির আহসান হাবিব, ঢাকা মেইলের মোবারক হোসেন, সমকালের জুলহাস উদ্দিন, আমার সংবাদের রবিউল ইসলাম রতন, মতপ্রকাশের মিজানুর রহমান মিন্টু, নতুন সময়ের মোস্তাক আহম্মেদ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা