ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ
- নিজস্ব প্রতিবেদক
- ০১ মে ২০২৪, ০১:৫৭
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের নির্মম গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে ‘ভয়েস অব লয়ার্স অব বাংলাদেশের উদ্যোগে সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে আইনজীবীদের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সাবেক সম্পাদক, ভয়েস অব লয়ার্স বাংলাদেশের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র অ্যাডভোকেট মহাসীন রশিদ, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান, সংবিধান সংরক্ষণ কমিটির সভাপতি শাহ আহাম্মেদ বাদল, ঢাকা মেট্রোবারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, সিনিয়র অ্যাডভোকেট এম এ খালেদ, সুপ্রিম কোর্ট বারের সহসম্পাদক সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট মাইনুদ্দিন ফারুকী, অ্যাডভোকেট শফিকুর রহমানসহ অনেকে। বিশিষ্ট লেখক ও গবেষক মো: মোবিনুল ইসলামসহ প্রমুখ।
সংগঠনের চিফ কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আশরাফুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে ও অ্যাডভোকেট পারভেজ হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ফিলিস্তিনে কো-অর্ডিনেটর মো: দেলওয়ার হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলের মানবাধিকার ও যুদ্ধনীতি লঙ্ঘনের বিচার একদিন অবশ্যই হতে হবে। এ ব্যাপারে ইরানের মতো মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা