বিএফইউজে-ডিইউজের আলোচনা সভা আজ
- ০১ মে ২০২৪, ০১:৫৬
মহান মে দিবস উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে কার্যালয়ে বিএফইউজে ও ডিইউজের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় বিএফইউজে ও ডিইউজের সব কর্মকর্তা-সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এক বিবৃতিতে নেতারা বলেন, ১ মে বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করছিলেন। ওই আন্দোলনে ১১ জন শ্রমিক নিহত হন। এ দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মদানের এই দিনকে তখন থেকেই সারাবিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করে আসছে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা