সৌদি দূতাবাসে হিফজুল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- নিজস্ব প্রতিবেদক
- ০১ মে ২০২৪, ০১:৫৬
সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে অফিস আয়োজিত হিফজুল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। দূতাবাসের গ্র্যান্ড হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
গতকাল আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রিলিজিয়াস অ্যাটাশে-সহ অন্যান্য দূতাবাস কর্মকর্তা। দেশের আটটি বিভাগের ৯টি অঞ্চলে এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিটি অঞ্চল থেকে ১০ জন করে বিজয়ী ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফাইনাল প্রতিযোগিতায় প্রথম বিজয়ীর জন্য ওমরাহ পালন করার সুযোগসহ নগদ ৬৫ হাজার টাকা পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার ও তৃতীয় পুরস্কার ৫৫ হাজার টাকাসহ প্রথম ১০ জনকেই দেয়া হয় ক্রেস্ট ও সনদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা