কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- কুমিল্লা প্রতিনিধি
- ০১ মে ২০২৪, ০১:৫৫
কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজি। মঙ্গলবার উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো: এনামুল হক।
দুই শিশু কাজী ইয়াছিন আরাফাত (৩) উপজেলার কালারাইয়া গ্রামের কাজী তানভীর মিয়ার ছেলে ও রোজা মনি (৩) একই এলাকার মিদন মিয়ার মেয়ে।
শিশু ইয়াছিন আরাফাতের বাবা কাজী তানভীর মিয়া বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমার চাচাতো বোন রোজা মনি ও আমার ছেলে ইয়াছিন দুজন বাড়ির পেছনে পুকুর পাড়ে খেলতে যায়। কিছুক্ষণ পর তাদের দুজনকে কোথাও না দেখে চার দিকে খুঁজতে থাকি। একপর্যায়ে পুকুর পানিতে তাদের ভাসতে দেখি। উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা