চবি শিক্ষক সমিতির নির্বাচন আজ
- চবি সংবাদদাতা
- ২৯ এপ্রিল ২০২৪, ০১:০১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির ২০২৪ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আজ সোমবার। নির্বাচনে ১১ পদের বিপরীতে লড়ছেন ২২ জন প্রার্থী।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট চলবে। একই দিনে ভোট গণনা শেষে ঘোষণা করা হবে বিজয়ী প্রার্থীদের নাম। এবার আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ দল থেকে ১১ পদে পূর্ণ প্যানেল ঘোষণা করলেও বিএনপি- জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম অংশগ্রহণ করছেন না নির্বাচনে।
এর আগে গত ২১ এপ্রিল নির্বাচন পদপ্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে শিক্ষক সমিতি নির্বাচন কমিশন। এর আগে ২১ মার্চ মনোনয়নপত্র বিতরণ করা হয়। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রকাশ করা হয় চূড়ান্ত প্রার্থী তালিকা।