পঞ্চগড়ে গ্রেফতার ১০ মুসলমানকে অবিলম্বে মুক্তি দিন : খতমে নবুওয়াত
- ২৯ এপ্রিল ২০২৪, ০১:০১
পঞ্চগড়ে একটি মামলায় কোর্টে হাজিরা দিতে আসা ১০ জন মুসলমানকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। গতকাল এক বিবৃতিতে তারা বলেন, গত বছর পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা বন্ধ করার দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী নবিপ্রেমিক জনতার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট একাধিক মামলা দায়ের করে হয়রানি করা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে। গতকাল এক মামলার হাজিরা দিতে যাওয়া ১০ জনকে আদালত থেকে গ্রেফতার করা হয়েছে। আরো অনেকের নামে এসব মিথ্যা মামলায় ওয়ারেন্ট জারি করা হয়েছে।
আমরা অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা