১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুগদায় গৃহবধূর ওপর পেট্রলবোমা নিক্ষেপ একজন গ্রেফতার

-

রাজধানীর মুগদায় গৃহবধূ ও তার মেয়ের ওপর পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় নাজমুল হক চৌধুরী রাজু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে বাকি আসামিরা প্রভাবশালীদের নাম করে নানা হুমকি দিচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদি তাহমিনা আক্তার আশা ও তার পরিবারে সদস্যরা।
আশা বলেন, ২০২৩ সালের তার স্বামী নারায়ণগঞ্জের রাশেদুল হক চৌধুরী সাজু ও নাজমুল হক চৌধুরী রাজুর কাছ থেকে তিন লাখ টাকা ঋণ নেন। পর্যায়ক্রমে লভ্যাংশসহ দুই লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে এক লাখ টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তারা আশার কাছে পাওনা টাকা দাবি করে। তাৎক্ষণিক দিতে না পারায় তারা আশাকে মারধর ও শালীনতা হানি করে টেনে হিচড়ে অপহরণের চেষ্টা করে। পরে আশার চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা সটকে পড়ে।
পরবর্তীতে আশা পাওনা এক লাখ টাকা পরিশোধ করে এ ঘটনায় মামলা দায়ের করেন। আসামিরা জামিন নিয়ে মামলা তুলে নিতে বিভিন্ন সময় আশা ও তার স্বামীকে হুমকি দিতে শুরু করে। সর্বশেষ গত ১৪ এপ্রিল রাত ১১টার দিকে আশা মান্ডার বাসা থেকে মেয়েকে নিয়ে বাইরে বের হলে তাদের লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।
এই ঘটনায় গত বুধবার পুলিশ নাজমুল হক চৌধুরী রাজুকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

 


আরো সংবাদ



premium cement