জৈনপুরী দরবারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৩
ঢাকাস্থ জৈনপুরী দরবারে সম্প্রতি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জৈনপুরীর পীর সৈয়দ মাহবুবুর রহমানের কন্যা হেড মুহাদ্দিস আলহাজ সাইয়েদা আয়শা মাহবুব, জেষ্ঠপুত্র আলহাজ সৈয়দ সিরাজ উদ্দৌলা, ছেলে আলহাজ এস এম জিল্লুর রহমান আজাদসহ বহু আওলাদ ও নাতি-নাতনী ও বিদেশী অতিথিরা উপস্থিত ছিলেন। জৈনপুরী পীর সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা ও দেশবাসীর উদ্দেশে বলেন, ফিলিস্তিন তথা বায়তুল মুকাদ্দেস মুক্ত করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। বাংলাদেশসহ সারা দুনিয়ার মুসলিমরা সম্মিলিতভাবে জিহাদের ডাক দিয়ে এগিয়ে যাই। নির্বিচারে নারী ও শিশু হত্যাকারী ইয়াহুদী হায়নাদের খপ্পর থেকে গাজার মুসলমানদের মুক্তিযুদ্ধে শরীক হয়ে অমর শাহাদাতের সুরা পান করে অথবা গাজী হয়ে জান্নাতি জীবন ধারণ করি। ক্ষমতাসীন ভারত সরকার মুসলিমদের প্রতি যেই সতীনতুল্য ব্যবহার দেখাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও দেশবাসীকে প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি। ফরিদপুরের মধুখালীতে মন্দিরের আগুনের অজুহাতে যেই দুই নির্দোষ শ্রমিকের খুনিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি এবং মজলুম হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি।