১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ধামরাই উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল আলমের ইন্তেকাল

-

ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, ধামরাই ঐতিহ্যবাহী টিউটোরিয়াল হোমের সাবেক অধ্যক্ষ, সাবেক ফুটবলার রফিকুল আলম রকেট (৬২) গতকাল বৃহস্পতিবার ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমদ, ধামরাই পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সোহানা জেসমিন, ঢাকা জেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিনসহ ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে ধামরাই পৌরসভা কুমড়াইল কবরস্থানে তাকে দাফন করা হয়।


আরো সংবাদ



premium cement