মৃত্যুবার্ষিকী : হাজী মোহাম্মদ শামছ উদ্দিন
- ২৬ এপ্রিল ২০২৪, ০১:২২
কিশোরগঞ্জের নিকলী উপজেলা তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা আমির হাজি মোহাম্মদ শামছ উদ্দিনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। উপজেলার নানশ্রী বাঘুয়াখালী গ্রামে জন্ম নেয়া এ মুবাল্লিগ ১৯৬৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তাবলীগের আমির হিসেবে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামগঞ্জে দ্বীন প্রচারের কাজে যুক্ত ছিলেন। ২০১১ সালের ২৬ এপ্রিল তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মরহুমের মেজো ছেলে ও দৈনিক ইনকিলাবের নিকলী উপজেলা সংবাদদাতা মোহাম্মদ হেলাল উদ্দিন জানিয়েছেন, তার বাবার রূহের মাগফিরাত কামনায় পারিবারিকভাবে নানশ্রী গ্রামের বাড়িতে বাদ জুমা ও নিকলী সদরের নতুন বাজার জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি।