খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত
- ২০ এপ্রিল ২০২৪, ০৫:০১
বন ছেড়ে বসতবাড়িতে ছুটে আসা একটি মায়া হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে উদ্ধার করা হরিণটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম লেক মিরসরাইয়ের মহামায়া বনে অবমুক্ত করা হয়। সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে মায়া (বার্কিং) হরিণটি উদ্ধার করা হয়েছে। কুমিরা রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান জানান, শুক্রবার সকালে আমার রেঞ্জ আওতায় খাবারের খোঁজে মায়া হরিণ লোকালয়ে একটি বাড়িতে ঢুকে যায়। পরে ওই বাড়ির লোক আমাদের খবর দিলে আমরা এবং সীতাকুণ্ড থানা পুলিশ গিয়ে মায়া হরিণটিকে নিয়ে আসি। পরে বিকেলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার নির্দেশে হরিণকে মহামায়া ইকো পার্কে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান, মিরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ, কয়লা বিটের বিট কর্মকর্তা আমিনুল ইসলামসহ উত্তর বন-বিভাগের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা