১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বনানীতে চীনের নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

-

উন্নততর সেবা দেয়ার লক্ষ্যে ঢাকায় বনানীতে চীনের নতুন ভিসা আবেদনকেন্দ্র খোলা হয়েছে। এই কেন্দ্র চালু হওয়ার ফলে সাধারণ পাসপোর্টধারীদের ভিসার জন্য আর দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে।
গতকাল বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় ভিসা আবেদনকেন্দ্রের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) তৌফিক হাসান, অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বলা হয়, আবেদনকারীকে ভিসা আবেদনকেন্দ্রের ওয়েবসাইটে (www.visaforchina.cn) লগ ইন করে অনলাইনে ফরম পূরণ করতে হবে। এরপর প্রক্রিয়াকরণের জন্য ভিসা আবেদনকেন্দ্রে যেতে হবে। চীনা দূতাবাস সাধারণ পাসপোর্টধারীদের ভিসার আবেদন এবং বৈধকরণের আবেদন সরাসরি গ্রহণ করবে না। দূতাবাস থেকে ধার্য করা ভিসা ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে এক্সপ্রেস সার্ভিস ফির পাশাপাশি আবেদনের জন্য একটি ফি নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement