মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সমর্থন অর্জনে প্রধান ভূমিকা রেখেছে : ড. সাইয়্যিদ সাইফুদ্দীন
- ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩১, আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩২
বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, ‘১৭ এপ্রিল মুজিবনগর দিবস। এ দিনে শপথ গ্রহণ করে মহান মুক্তিযুদ্ধের সময়ে, চূড়ান্ত বিজয় অর্জনের জন্য গঠিত মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা ও এর পক্ষে আন্তর্জাতিক সমর্থন অর্জনে প্রধান ভূমিকা রেখেছে। মহান মুক্তিযুদ্ধে রণকৌশল গ্রহণে তারা দূরদর্শিতা ও বিচক্ষণতা দেখিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সরকারের রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হলেও, মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের কারাগারে অন্তরীণ ছিলেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে, সে সময়ে তাজউদ্দিন আহমদের যোগ্য নেতৃত্ব, বিচক্ষণতা, সাহসী ও দূরদর্শী ভূমিকা শ্রদ্ধার সাথে আমাদের স্মরণ রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার স্বীকৃতি আদায়ে মুখ্য ভূমিকা পালন করেছে। আজ ঐতিহাসিক এই দিনে আমরা, বঙ্গবন্ধুসহ এ সরকারের সাথে সংশ্লিষ্ট সবার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’
গত ১৭ এপ্রিল, কুমিল্লার বরুড়ার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত সুন্নি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে আলোচনা করেন।
এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামা-মাশায়েখ, খলিফাবৃন্দ, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা