মাওলানা বজলুর রহমান
- ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩০, আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩২
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ দক্ষিণপাড়ার সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা বজলুর রহমান (৯০) বার্ধক্যজনিত কারণে বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী চার ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে যান। একই দিন রাত ১০টায় পশ্চিম এলাহাবাদ মাদরাসা মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো: নজরুল ইসলাম চৌধুরী এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়াররম্যান আব্দুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস শুক্কুর গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেনছেন। পটিয়া- চন্দনাইশ(চট্টগ্রাম)সংবাদদাতা ।