১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজধানীতে ভবনের ছয়তলা থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

-

রাজধানীর পুরানা পল্টনে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম মঞ্জুরী আফরোজ (৫৫)।
গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ৫৯/৩ নম্বর পুরানা পল্টনে মঞ্জুরীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। তার বাবার নাম সেলিম উল্লাহ।
ডিএমপির পল্টন থানার এসআই মো: সুফিয়ান বলেন, নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, মঞ্জুরী আফরোজের মানসিক সমস্যা ছিল। সকালে তার বাবার নিজ বাড়িতে সবার অগোচরে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পোস্টমর্টেমের জন্য তার লাশ উদ্ধার করে বেলা সোয়া ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়।

পরিবারের বরাত দিয়ে এসআই সুফিয়ান আরো বলেন, লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না তদন্তসাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
নিহতের ভগ্নিপতি এ বি এম ইকবাল বলেন, ২০০৭ সালে মঞ্জুরীর স্বামী আক্তার হামিদ খান মারা যান। এক মেয়েকে নিয়ে মঞ্জুরী আফরোজ তার বাবার বাড়িতেই থাকতেন। মেয়ের লেখাপড়াসহ বিভিন্ন কারণে ডিপ্রেশনে ছিলেন। দুই মাস ধরে তিনি ঠিকমতো ঘুমাতেন না। আমরা তাকে নিয়ে চিকিৎসকের শরণাপন্নও হয়েছি। ডিপ্রেশন থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে পারেন। এ ছাড়া অন্য কোনো কারণ নেই বলেও তিনি জানান।


আরো সংবাদ



premium cement