আড়াইহাজারে ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ড
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১৭ এপ্রিল ২০২৪, ০১:১৬
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ব্যাটারি তৈরির কারখানায় আগুন লেগে মালামালসহ যন্ত্রাংশ পুড়ে গতকাল সকাল ১০টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাগবাড়ী এলাকায় এম আর গ্রুপে এই অগ্নিকাণ্ড ঘটে।
জানা গেছে, ওই এলাকায় অবস্থিত এভারেজ ব্যাটারি চায়না মালিকানাধীন কোম্পানিতে বিডি লিমিটেড ব্যাটারি পার্টস ও অন্যান্য যন্ত্রাংশে আগুন লাগে। তাৎক্ষণিক আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। পরে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা প্রদানসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন নিয়ন্ত্রণের কাজে কয়েকজন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি আরো বলেন, মালিক পক্ষ থেকে জানানো হয়েছে আগুনে ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। তবে ফায়ার ফার্ভিসের তদন্তে প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা