১২ মামলায় বিএনপি নেতা ইশরাকের জামিন
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ এপ্রিল ২০২৪, ০১:০৫
রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে করা ১২ মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জামিন দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত ১২ মামলায় তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
১২ মামলার মধ্যে পল্টন থানার ছয়টি, রমনা থানার তিনটি ও মতিঝিল থানার দুটি ও ওয়ারী থানার একটি মামলা রয়েছে।
ইশরাকের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, এসব মামলায় এর আগে ইশরাক হোসেন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। পাশাপাশি মামলার নথি প্রাপ্তিসাপেক্ষে তার স্থায়ী জামিন বিষয়ে চূড়ান্ত শুনানির জন্য রেখেছেন।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পর ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে ১২টি মামলা দায়ের করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা